আজকাল ওয়েবডেস্ক: ভারতের 'বিলিয়নেয়ার ক্লাব', যা এক দশক আগেও ছিল একটি সংকীর্ণ উচ্চ বৃত্ত, আজ তা একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। হুরুন রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে কেবলমাত্র ৭০ জন কোটিপতির তালিকায় থাকা দেশে এখন ২৮৪ জন কোটিপতি আছে। এই রেকর্ড বৃদ্ধির ফলে ভারত বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র (৮৭০) এবং চীনের (৮২৩) পিছনে।

যদিও এই বছরে ২৭ জন কোটিপতি তালিকা থেকে বাদ পড়েছেন, তারপরও ভারত ১৩ জন নতুন কোটিপতির নাম তালিকায় যোগ করতে পেরেছে। এর ফলে যুক্তরাজ্য (১৫০), জার্মানি (১৪১), এবং সুইজারল্যান্ডের (১১৬) মতো বড় অর্থনীতির দেশগুলিকে পেছনে ফেলেছে ভারত। হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫ ভারতের অর্থনৈতিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পরিচায়ক হয়ে উঠেছে।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক আনাস রহমান জুনায়েদ বলেন, "ভারতের ৬২% কোটিপতির সম্পদ এই বছরে বেড়েছে, যা দেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবণতাগুলিকে প্রতিফলিত করে।"

মুকেশ আম্বানি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছেন, যদিও তাঁর সম্পদ থেকে ১ লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে, এবং তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে ৮.৬ লাখ কোটি টাকায়। তবে সবচেয়ে বড় প্রত্যাবর্তন করেছেন গৌতম আদানি, যার সম্পদ ১৩% বৃদ্ধি পেয়ে তাঁকে বিশ্বের ১৮তম স্থানে পৌঁছে দিয়েছে।

যদিও, ভারতে ধনীদের বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে নানা মহল। সমালোচকদের মতে, যে হারে বড়লোক বেড়েছে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে কমেনি দারিদ্র‍্য